ক্ষমতার পরোয়া করেন না, তাই নির্বাচনের বছরে চাপ দিয়ে কোনো দাবি আদায় সম্ভব নয়- সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার শিক্ষা ক্ষেত্রে কাউকে বঞ্চিত করেনি, করবে না বলেও আশ্বস্ত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বহুদলীয় গণতন্ত্রের দাবিদাররাই পঁচাত্তরের পর ক্ষমতা দখল করে স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্যও করেন শেখ হাসিনা।
প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশ হলো রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। অংশ নেন সারাদেশে অধিভুক্ত প্রায় দুই হাজার কলেজের অধ্যক্ষ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর থেকে দেশ আবার পেছাতে থাকে। ক্ষমতা দখলদাররা সুযোগ দেয় স্বাধীনতাবিরোধীদের। নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে বিএনপির ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করে বলেন, তা সত্ত্বেও দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ওপর সরকারের গুরুত্বের কথাও বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষকদের জাতির ভবিষ্যত হিসেবে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, এ সেক্টরের উন্নয়নে সাধ্যমত চেষ্টা করছে সরকার।
এরআগে, দেশসেরা সাতটি কলেজের অধ্যক্ষের মধ্যে সম্মাননা স্মারক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।