চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন সুইজারল্যাণ্ডের প্রেসিডেন্ট আলা বারসে। দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। সফরে, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করার বিষয়টি গুরুত্ব পাবে।
রাষ্ট্রপতি মো আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আলাদা বৈঠকও করবেন সুইস প্রেসিডেন্ট আলা বারসে।
Share!