উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যথেষ্ট উন্নত হয়ে উঠেছে। কিন্তু এত উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যে যন্ত্রাংশ দরকার ছিল, তা তৈরির সক্ষমতা ছিল না দেশটির। এ অবস্থায় কিভাবে উত্তর কোরিয়া যন্ত্রপাতি সংগ্রহ করছে, তা নিয়ে যথেষ্ট রহস্য ছিল। তবে এবার সে রহস্যের কিছুটা হলেও সমাধান মিলেছে।
এসব সামরিক সংবেদনশীল যন্ত্রপাতি সংগ্রহে উত্তর কোরিয়া তাদের বার্লিন দূতাবাসকে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি উত্তর কোরিয়ার বার্লিনের দূতাবাস ব্যবহার করে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সামরিক যন্ত্রপাতি সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি-র প্রধান হান্স-গিওর্গ মাস।
জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
তবে এ অভিযোগ বিষয়ে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার বার্লিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। এতে জার্মান এ গোয়েন্দা প্রধান মাস বলেন, উত্তর কোরিয়া যে তাদের বার্লিনের দূতাবাস ব্যবহার করে সামরিক যন্ত্রপাতি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে, সে ব্যাপারে তারা নিশ্চিত।
গোয়েন্দা প্রধান মাস আরো বলেন, ‘আমাদের দৃষ্টিতে এ সংগ্রহ চলছে ক্ষেপণাস্ত্র, কখনো কখনো পারমাণবিক কর্মসূচির কাজে।’
সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত হয় এমন পণ্যের মাধ্যমে কোরীয় দূতাবাস এ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন গোয়েন্দা প্রধান মাস।