Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সৌদি থেকে ফিরেই আগুন ঝরাচ্ছেন মাশরাফি

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে সদ্যই দেশে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। ফিরেই মাঠে নেমে দুর্বার তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। আবাহনীর হয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে এখন পর্যন্ত ৭ ওভারে টানা প্রথম স্পেলে ১ মেডেনসহ ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাশরাফির বোলিং তোপে পড়ে খেলাঘর। ৪১ রানেই ৩ উইকেট খুইয়েছে দলটি। ৩টিই নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। তার বলে ফিরেছেন প্রতিপক্ষ টপ অর্ডারের রবিউল ইসলাম, সাদিকুর রহমান সাদী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

রবিউলকে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের গ্লাভসবন্দি করেন মাশরাফি। সাদীকে বানান তাসকিন আহমেদের ক্যাচ। আর নাফিসকে সাকলাইন সজীবের তালবন্দি করেন এ লড়াকু পেসার।

‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধিতের দলবদলে মাশরাফির প্রথম ঠিকানা ছিল শাইনপুকুর। পরে পারস্পরিক সমঝোতায় তাকে দলে নিয়েছে আবাহনী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top