স্বপ্নের আকাশ ক্রমে বিস্তৃত হয়েছে। আকাক্সক্ষা হয়েছে সুতীব্র। এক একটি জয়ে প্রত্যাশার প্রজাপতি পাখা মেলেছে। সেমিফাইনালে বশীকরণ হয়েছে জিম্বাবুয়ে। এবার ফাইনাল। এবার আয়ারল্যান্ড। টি ২০ প্রমীলা বিশ্বকাপের ছাড়পত্র মিলেছে। ভারতের টিকিট পেয়ে গেছেন জাহানারারা। এবার বাংলাদেশের মেয়েদের চাই টি ২০ বিশ্বকাপ বাছাইয়ের শিরোপা। আইরিশ-বাধা টপকালেই শিরোপার কাজল চোখে মাখবেন রুমানা-ফারজানারা। ব্যাংককে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশের মেয়েরা একের পর এক বাধা টপকেছেন অনায়াসে। দুরন্ত ব্যাটিংয়ে নয়, দুর্বার বোলিংয়ে। স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুরু। এরপর স্কটল্যান্ডকে আট উইকেটে এবং পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়েছেন জাহানারারা। সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় বাংলাদেশকে নিয়ে গেছে টি ২০ প্রমীলা বিশ্বকাপের মূলপর্বে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ ফাইনালে জিতে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান। আইরিশ কন্যাদের শেষ লড়াইয়ে হারালেই স্বপ্নপূরণ। দু’চোখে সেই স্বপ্ন সাজিয়ে ফাইনালে নিজেদের নিংড়ে দেবেন খাদিজাতুল কুবরারা।
জাহানারাদের চোখে শিরোপার কাজল
Share!