পুলিশের প্রিজনভ্যানে হামলার ঘটনায় শাহবাগ ও রমনা থানায় করা পুলিশের তিন মামলায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে পুলিশি তদন্ত না আসা পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এর আগে গত ১ ফেব্রুয়ারি একই ঘটনায় সমিতির সভাপতি জয়নুল আবেদীনকে আগাম জামিন দেন আদালত।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়া জজ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা, ভাঙ্চুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় একটি মামলা করেছে পুলিশ। ওই তিন মামলায় জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনকে আসামি করা হয়েছে।