Tuesday , 24 December 2024
সংবাদ শিরোনাম

খালেদা জিয়াকে অভ্যর্থনা, সাখাওয়াতসহ ৫ বিএনপি নেতা আটক

সিলেট যাওয়ার পথে নারায়ণগঞ্জে সড়কে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সাখাওয়াতসহ বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে সড়কে দাঁড়ানোর সময় বিএনপির পাঁচ নেতাকে আটক করা হয়।

আটকদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান ও সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ময়নুল হক জানান, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হওয়ার সময় বিএনপি নেতা সাখাওয়াতসহ চারজনকে আটক করা হয়।

এ ছাড়া নজরুল ও নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে পুলিশ নজরুলকে আটক করে।

দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে চালকের পাশের আসনে বসে সিলেটের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তাই খালেদা জিয়ার গাড়িবহর যেসব সড়ক দিয়ে সিলেট যাওয়ার কথা রয়েছে তার সবই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানান পুলিশ সুপার ময়নুল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top