আজ শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রোববার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
আজ মেলায় বিভিন্ন দোকানে চলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালি, পোশাক আর অলঙ্কারের দোকানগুলোতে।
মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে বাড়ানো হয় আরো ৪ দিন। শুরুর দিকে বেচা বিক্রি জমে না উঠলেও শেষদিকে এসে পুরোদমে জমে ওঠে মেলা। শেষের দিন সর্বোচ্চ ছাড় আর নানা আকর্ষণীয় অফার নিতে রাজধানীর আশপাশের বিভিন্ন স্থান থেকেও মেলায় আসছেন ক্রেতারা।
দর্শনার্থীরা জানান, ‘আজ শেষ দিনে পরিবেশটা ভালো। অনেক কেনাকাটা করেছি। সবকিছুতেই দাম কম রাখছেন দোকানিরা। অনেক ভালো অনুভব করছি আমরা।’
ব্যবসায়ীরা বলেন, ‘শেষ দিনে আমরা অনেক ছাড় দিয়েছি। যে জিনিসের দাম ২০০০ টাকা সেটার ১০০০ দাম রাখছি।’