বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে আবারো এলসি মূল্য কমিয়েছে ভারত সরকার।
শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা হিলি কাস্টমসে এসে পৌঁছায়। বার্তা অনুযায়ী, এখন থেকে মোকামে ক্রয় করা মূল্যেই পেঁয়াজ রফতানি করবে ভারত। শনিবার থেকে নতুন মূল্যে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এর প্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা।
Share!