সড়ক দুঘর্টনায় ঠাকুরগাঁও, ফরিদপুর ও সাতক্ষীরার তালায় চারজন নিহত হয়েছে। আহত একজন। সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও মহাসড়কে আলাদা সড়ক দুঘর্টনায় জাহাঙ্গীর আলম নামের একজন নিহত হয়।
আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ফরিদপুরের স্লুইস গেট এলাকায় ট্রাক চাপায় এক এনজিও কর্মী নিহত ও একজন আহত হয়েছে। সাতক্ষীরার তালায় বাসের চাপায় দুইজন নিহত হয়েছে।
অন্যদিকে, ঝালকাঠির নলছিটিতে টেম্পো উল্টে ১১ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
Share!