Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সিলেটে হালকা বৃষ্টির আশংকা

সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একইসাথে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস আরও জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৬ ভাগ।
রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top