যুক্তরাষ্ট্রে কর সংস্কারের কারণে এক স্কুল সেক্রেটারির সাপ্তাহিক বেতন দেড় ডলার বাড়ার উচ্ছ্বাসে টুইট করে পরে তা মুছে দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার পল রায়ান।-রয়টার্স।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সমালোচকরা বলেন, সাধারণ মার্কিনিদের নিয়ে রিপাবলিকান প্রভাবশালী এ নেতার কোনো ধারণা নেই। দেড় ডলার বেতন বাড়া উল্লেখযোগ্য কোনো ঘটনা নয়, তাও তিনি জানেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হরেক সমালোচনার পর শনিবার টুইটার পোস্টটি মুছে দেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেট নেতারাও রায়ানকে সমালোচনায় ধুয়ে দিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর গেভিন নিউসম টুইটে রায়ানকে বলেন, এক ব্যক্তির সপ্তাহে দেড় ডলার বেতন বাড়ায় নিজেকে প্রশংসিত করার কিছু নেই।