টাঙ্গাইলের গোলাবাড়ী ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস বংশাই নদীতে পড়ে গেছে। এ পর্যন্ত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মধুপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত সাত শিক্ষার্থী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে।
Share!