মোবাইল ফোনের নম্বর ঠিক রেখেই আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অপারেটর বদলের সুযোগ (এমএনপি) পাবেন গ্রাহকরা। ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতি শিগগিরই এমএনপি চালু হতে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতির পর অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। এখন বিটিআরসি সেবাটি চালুর বিষয়ে মোবাইল অপারেটরদের জানিয়ে দেবে।’উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল নম্বর পোর্ট্যাবিলিটির (এমএনপি) অনুমোদন দেন।অনেকদিন ধরেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমএনপি বাস্তবায়নের চেষ্টা করে আসছিল। তবে মোবাইল ফোন অপারেটরদের বিরোধিতার কারণে বিষয়টি এতদিন আটকে ছিল।এমএনপি বাস্তবায়ন হলে মোবাইল অপারেটরদের স্বেচ্ছাচারিতা কমবে বলে মনে করছেন অনেকেই।
নম্বর ঠিক রেখে মোবাইলের অপারেটর বদল শিগগিরই
Share!