দিনাজপুরে অপহরণের ৭ দিন পর ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফুলবাড়ি উপজেলার রাজারামপুরে একটি বাড়ি থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে লিটনের দেয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে রাজারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়। আটক করা হয় সাহারা খাতুন নামে এক নারীকে।
গেল ২২ জানুয়ারি দুপুরে শহরের কসবা এলাকায়, বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ১২ বছরের কাকলী ও তার ছোট বোন ৫ বছরের আমিনা। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে, ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন শিশুদের বাবা। স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণেই তারা তার সন্তানদের অপহরণ করে।
Share!