দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন সুরেশ রায়না।
রঞ্জি ট্রফিতে খারাপ খেলার পর, সৈয়দ মুসকাত আলী ট্রফিতে ৩৯ দশমিক ২৫ এভারেজে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৩১৪ রান করে নির্বাচকদের নজর কাড়েন রায়না। রায়না সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। সম্প্রতি সময়ে ভাল খেলা শ্রেয়াস আইয়ের জায়গা পাননি ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে। এছাড়া সবশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাসিল থাম্পি, দীপক হোদা, মোহাম্মদ সিরাজ, ওয়ায়শিংটন সুন্দার। নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য বোর্ড থেকে ছুটি নেয়ায় শ্রীলঙ্কার সাথে সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
একই কারণে দলে ছিলেন না ভুবেনশ্বর কুমারও। ব্যক্তিগত কারণে দলে ছিলেন না শিখর ধাওয়ান। ফিরেছেন তিনিও। সাথে দলে জায়গা পেয়েছেন আক্সার পেটেল ও শারদুল ঠাকুর। জোহানেসবার্গে প্রোটিয়াদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।