বাগেরহাটে ফকিরহাট উপজেলায় প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরাটের ব্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার মো. মালেক শেখ (৩৭) ও মাগুরা জেলার শালিখা এলাকার কাজী নওশের আলীর ছেলে মো. বেলাল কাজী (৩৬)। মো. মালেক শেখ খুলনার ফেন্সি ওয়ার্কশপের মালিক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ওসি এম আজিজুল হক জানান, সকালে ঢাকা থেকে প্রাইভেটকারে খুলনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা মো. মালেক শেখ ও মো. বেলাল কাজী নিহত হন।
দুর্ঘটনায় আহত শাহাবুদ্দিন ও সবুজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।