শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. সোবহান শেখ। শনিবার গভীর রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে সোবহান জানান, স্বর্ণ ক্রয়ের উদ্দেশে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। ইতোপূর্বে তিনি এভাবে আরো চারবার মুদ্রা বহনপূর্বক স্বর্ণ চোরাচালান করেছিলেন।
আটক সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Share!