উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৩৮) নামে এক শ্রমিক নেতা খুন হয়েছেন
শুক্রবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে। তিনি মরিচ্যা-খুনিয়াপালং ফোরস্ট্রোক সিএনজি চালক ও টমটম মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মরিচ্যা পান বাজারে এসে দোকানে বসা অবস্থায় শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় শাহ আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ সিএনজি সমিতির নেতা ও শ্রমিকরা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী গাড়ি চলাচল বন্ধ রাখে।পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারের চেষ্টা চলছে।
সিএনজি সমিতির সভাপতি আবুল হাশেম দাবি করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধে হুঁশিয়ারী দেন তিনি।