ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়। এতে দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচ ফেরি মাঝনদীতে আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সাংবাদিকদের জানান, আটটার দিকে হঠাৎ করে ঘন কুয়াশার সৃষ্টি হয়। এরপরই ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দিতে হয়।
Share!