ইনিংসের শুরুতেই ওপেনার দানুশকা গুনাথিলাকাকে হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেছিল শ্রীলঙ্কা। নেতৃত্বে কুশল মেন্ডিস। প্রথম উইকেট নেওয়া মেহেদী মিরাজকে বেদম প্রহার করে ৩টি ছক্কা আর ২টি চার আদায় করে নেন তিনি। মেন্ডিসের ৯ বলে ২৮ রানের টর্নেডো থামাতে মঞ্চে আবির্ভাব অধিনায়ক মাশরাফির। ম্যাশের বলে মাহমুদ উল্লাহর তালুবন্দি হলেন মেন্ডিস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেমে টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৮ রানে দানুশকা গুনাথিলাকাকে (৬) তামিম ইকবালের তালুবন্দি করেন সিরিজে প্রথমবার দলে ফেরা মেহেদী মিরাজ। এরপর অবশ্য কুশল মেন্ডিসের হাতে ২ চার ৩ ছক্কা খেতে হয়েছে মিরাজকে। ৯ বলে ২৮ রান করা কুশলকে থামিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি।
ফাইনাল ম্যাচে টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। বাজে পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাসির হোসেন এবং আবুল হাসান। এই তিনজনের শুন্যস্থান পূরণ করেছেন ওপেনার মোহাম্মদ মিথুন, অল-রাউন্ডার মেহেদী মিরাজ এবং পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
আজকের ম্যাচটি হতে পারে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি জিতলেই নতুন ইতিহাস তৈরী করবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টিম টাইগার। এর আগে কখনই তিন বা ততোধিক দলের অংশগ্রহণে কোনো সিরিজের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ একেবারে হাতের মুঠোয়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।