বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এ দীপিকার অভিনয় দেখে তাঁকে প্রশংসায় ভাসালেন বলিউডের একসময়ের হার্টথ্রব নায়ক ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নীতু কাপুর। ‘পদ্মাবত’-এ দীপিকার ‘বিস্ময়কর’ অভিনয়দক্ষতা প্রত্যক্ষ করে ঋষি দম্পতি তাঁকে ফুল পাঠান, সাথে একটি নোট। যাতে লেখা, অসাধারণ কাজ, তোমাকে নিয়ে আমরা গর্বিত। আমাদের পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা।
এই ভালোবাসার পরিবর্তে ‘পিকু’ তারকা দীপিকা তাঁর সাবেক বয়ফেন্ড রণবীর কাপুরের বাবা-মাকে ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, আপনাদের গতকাল দেখে ভালো লেগেছে। আমাকে ভালোবাসা আর প্রশংসার জন্য ধন্যবাদ।
বহু আলোচনা, সমালোচনা, বিতর্ক আর প্রতিবাদের পর গত বৃহস্পতিবার মুক্তি পায় সঞ্জয় লীলা বনসালির ‘ম্যাগনাম ওপাস’ বা ‘সেরা সৃষ্টি’ পদ্মাবত। বক্স অফিসে ছবিটির শুরুও বেশ ভালো হয়েছে বলেই জানা গেছে।
ছবিটিতে দীপিকা রানি পদ্মাবতীর চরিত্রে, শহিদ কাপুর রতন সিংয়ের ও রণবীর সিং ত্রয়োদশ শতাব্দীর খিলজি সাম্রাজ্যের দুর্ধর্ষ শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রে রূপদান করেন।