চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে উল্টোপথে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর জিইসি মোড়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
কভার্ড ভ্যানটি লালখান বাজার থেকে মুরাদপুর যাওয়ার সময় উল্টো দিকে উঠে যায়। আর প্রাইভেট কারটি মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল।
জিইসি মোড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়।
ফ্লাইওভারে উল্টোপথে ভ্যান, সংঘর্ষে কার যাত্রীর মৃত্যু
Share!