বাংলাদেশের নায়িকা ফারিয়া ও কলকাতার নায়ক জিৎ অভিনীত ইন্সপেক্টর নটি কে ছবিটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। ঢাকাসহ দেশের ৮১ প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবুদল আজিজ।
অশোকপতি পরিচালিত এ ছবিতে জিৎ ও ফারিয়া ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, শহিদুল আলম সাচ্চু, চিকন আলী অনির্বাণ ভট্টাচার্য (কলকাতা) প্রমুখ। ছবিতে গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও প্রাঞ্জল। সংগীত করেছেন স্যাভি ও শুদ্ধ রায়, আর গেয়েছেন রাজ রহমান, দেব নেগি, স্বীতা পণ্ডিত প্রমুখ।
ইন্সপেক্টর নটি কে ছবিটি আমদানির পরিবর্তে ভারতে রফতানি করা হয়েছে নাদির চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে ছবিটি।