Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে আগের ম্যাচেই রেকর্ড ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচেই আজ রূপ বদল। ৩৪ রানে নেই ৪ উইকেট। বিজয়-সাকিব-তামিমের পর ফিরলেন মাহমুদ উল্লাহও। ভায়রা ভাই মুশফিকের সঙ্গে তার জুটি গড়া হলো না। সুরঙ্গা লাকমলের বলে চামিরার তালুবন্দি হওয়ার আগে মাহমুদ উল্লাহ ২০ বলে ১ বাউন্ডারিতে করেন ৭ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই শুরুতেই এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হওয়ার আগে ৬ বল নষ্ট করে কোনো রান করতে পারেননি বিজয়।

১০ রানের ব্যবধানে অপ্রয়োজনীয় কুইক সিঙ্গেল নিতে গিয়ে দানুশকা গুনাথিলকার সরাসরি থ্রোতে আউট হয়ে যান সাকিব (৮)। তামিমও আজ ব্যর্থ। ৫ রান করে সুরঙ্গা লাকমলের লাফিয়ে ওঠা বলে সেই গুনাথিলাকার তালুবন্দি হন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top