লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর বাড়ি থেকে রুহুল আমিন রাহুল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। রাহুল দক্ষিণ কেরোয়া গ্রামের আবু ছায়েদের ছেলে। তিনি রায়পুর শহরের গাজী কমপ্লেক্সের একটি দোকানে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, প্রবাসী রাজুর বসতঘরের একটি কক্ষে ফ্যানের সঙ্গে রাহুলের ঝুলন্ত লাশ দেখে পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। নিহত রাহুলের বাবা আবু ছায়েদ জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
রায়পুর থানার এসআই মো. হারুন জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।