বরগুনার পাথরঘাটায় র্যাবের-সঙ্গে জলদস্যুর গোলাগুলিতে তিন জলদস্যু নিহত হয়েছে। র্যাব জানায় আজ সকালে বলেশ্বর নদ-সংলগ্ন পাথরঘাটার মাঝের চরে এই গোলাগুলি হয়।
র্যাবের ভাষ্য, মাঝের চরে জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এতে মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছে। তিনজনের লাশ পাথরঘাটায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
Share!