রাজধানীর ভাষানটেক এলাকায় এক রিকশাচালকের প্রহারে আরেক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তাজুল ইসলাম (৪০)। তিনি ভাষানটেকের টিনশেড কলোনিতে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। বাবা আব্দুর রহিম।
পুলিশের ভাষ্য, আল আমিনের সঙ্গে যৌথ মালিকানাধীন একটি রিকশা ছিল আরেক রিকশা চালক তাজুলের। সেই রিকশার ভাড়া নিয়ে মঙ্গলবার রাত ২টার দিক ১৫ নম্বর লালসরাই এলাকায় জাহাঙ্গীরের বস্তিতে তাজুল ও আল আমিনের কথা কাটাকাটি হয়।
এ সময় আল আমিন ও ইদ্রিসসহ আরও কয়েকজন তাজুলকে পেটালে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় জড়িত অভিযোগে রিকশাচালক আল আমিন ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ।
রাজধানীতে রিকশার এক চালকের প্রহারে আরেক চালকের মৃত্
Share!