চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন। জীবননগর থানার এএসআই সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী (৩০) চুয়াডাঙ্গা সদরের চাঁদপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে। পুলিশ বলছে, ইমান আলী আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এএসআই সাজ্জাদ বলেন, ডাকাত ইমান আলী ও তার ১০/১২ জন সঙ্গী রাতে ডাকাতি করার জন্য সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থান করছিল। গোপনে এ সংবাদে পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে ।
`বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমান আলীকে আটক করা হয় । পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি এলজি স্যুটারগান, পাঁচটি চাপাতি উদ্ধার করার কথা জানিয়ে এএসআই সাজ্জাদ আরও বলেন, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতি আইনে তিনটি মামলা আছে।
চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
Share!