জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। জাতীয় পার্টির ৯ বছরে দেশে কোনো গুম খুন হয়নি, দেশের মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়। তাই মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি সরকার ক্ষমতায়।
আজ সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।
অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে, এ মন্তব্য করে এরশাদ বলেন, ঘটনা ঘটে গেছে। কিছু করা যাবে না। আমার খারাপ লাগে। তবে জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে।