আগামী ২ মার্চ চীনে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ব্লকবাস্টার মুভি ‘বজরঙ্গি ভাইজান’। প্রায় আট হাজারের বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে তিন বছর আগে ভারতে মুক্তি পাওয়া এই সুপারহিট ছবিটি। চীনা ভাষায় ডাবিং করা এই ছবিটির চাইনিজ ভাষায় লেখা অফিসিয়াল পোস্টারও অবমুক্ত করা হয়েছে।
চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ এক ট্যুইট বার্তায় লেখেন, ‘চীনে সালমান খানের অভিষেক হতে যাচ্ছে…..চীনের ই স্টারস ফিল্মস লিমিটেড আর ভারতের এরোস এন্টারটেইনমন্ট যৌথভাবে #বজরঙ্গিভাইজান চীনা বাজারে মুক্তি দেবে ২ মার্চ। ছবিটি ৮ হাজারের বেশি হলে মুক্তি দেওয়া হবে।’ এরপর তিনি চীনের বাজারের জন্য বজরঙ্গি ভাইজানের অফিসিয়াল পোস্টারটির ছবি প্রকাশ করেন। ভারতে দারুণ ব্যবসাসফল এই ছবিটির পরিচালক ছিলেন কবির খান।
এর আগে, মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত আমির খানের তিনটি ছবি; দঙ্গল, পিকে ও সিক্রেট সুপারস্টার চীনের বাজারে দারুণ ব্যবসা করে।
চীনে অভিষেক ঘটছে সালমানের
Share!