আগামী ২০ জুলাই রিলিজ হবে শ্রীদেবী-কন্যা জাহ্নবী ও ইশান খাত্তার এর ছবি ‘ধাদাক’। জাহ্নবী কাপুরের জন্য এ ছবিটি ডেবিউ হলেও শহিদ কাপুরের ভাই ইশান ইতিমধ্যেই মজিদ মজিদির ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডে’ অভিনয় করেছেন। প্রযোজক করণ জোহর এক ট্যুইট বার্তায় ছবিটির রিলিজের তারিখ জানিয়েছেন।
‘ধাদাক’ একটি মারাঠি ছবির হিন্দি রি-মেক। মূল মারাঠি ছবি ‘সাইরাত’-এর পরিচালক নাগরাজ মানজুল। হিন্দি রি-মেকটি করেছেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’-খ্যাত পরিচালক শশাঙ্ক খাইতান। ছবিটির পোস্টার গত বছরের নভেম্বরে প্রকাশ করেন প্রযোজক।
ছবিটির রিলিজের তারিখের সাথে নতুন একটি পোস্টারও প্রকাশ করেন করণ জোহর। পোস্টারে এই জুটিকে পাশের বাড়ির খুব পরিচিত তরুণ-তরুণী বলে মনে হয়।
উল্লেখ্য, এটি একটি যৌথ প্রযোজনার ছবি। ধর্ম প্রডাকশনসের সাথে এই ছবিটি প্রযোজনায় আরো আছে জি স্টুডিওস। ছবিটি মুক্তির পূর্বের তারিখ ছিল ৬ জুলাই।