পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার দাশুড়িয়ার তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, পাবনা থেকে আসা হানিফ পরিবহনের বাসটি তেঁতুলতলা মোড় বাঁক নিতে গিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই ভ্যানযাত্রী নিহত হন।
লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Share!