হৃত্বিক রোশনের জীবনে আসছেন নতুন অতিথি। ‘কুমকুম ভাগ্য’খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় চলছিল এ নিয়ে গুঞ্জন।
তবে আসলে বাস্তবে নয়, রুপালি পর্দায় হৃত্বিকের বিপরীতে দেখা যাবে টেলিতারকা ম্রুনালকে।
সম্প্রতি বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন ওই টেলিঅভিনেত্রী। জানান শিগগিরই বড়পর্দায় দেখা যাবে তাকে।
সব কিছু ঠিক থাকলে ‘সুপার ৩০’ নামে সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে ম্রুনালকে।
প্রসঙ্গত ম্রুনালের আগে টেলিঅভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও মৌনি রায় বড়পর্দায় ঝড় তোলেন।
Share!