গাজীপুরের কালীগঞ্জে নদী থেকে গুলি ও ম্যাগাজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে পিপলিয়া সেতুর নীচে বালু নদী থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁন জানান, পিপুলিয়া সেতুর নীচে নৌকায় সান্ধার সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করেন। তাদের মধ্যে কয়েকজন রবিবার রাতে টেটা দিয়ে নদীতে মাছ ধরার সময় টেটায় একটি ট্রাভেল ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান পাওয়া যায়।
খবর পেয়ে রাত ১০টার দিকে অস্ত্র ও গুলি জব্ধ করে থানায় নিয়ে আসা হয়। দুই-তিন দিন আগে এগুলো নদীতে ফেলা হয়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
ওসি আরো জানান, ধরা পড়ার ভয়ে কোনো সন্ত্রাসী হয়তো অস্ত্র-গুলি ব্যাগে ভরে নদীতে ফেলে রেখে যেতে পারে। আরো অস্ত্র থাকতে পারে সন্দেহে আজ সোমবার নদীতে বিশেষ তল্লাশি করা হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।