পিছিয়ে পড়া জনপদ হিসেবে পরিচিত নীলফামারির কিশোরগঞ্জ এখন বদলে গেছে। এখানকার উঁচু জমিগুলো ভরে গেছে আগাম জাতের আলুতে।
হাট-বাজারেও উঠতে শুরু করেছে এই সবজি। গেলো দুই দশক ধরে শুধু আলু চাষ করেই সংসারের চাকা সচল রেখেছেন চাষীরা। তবে কৃষকের কাছ থেকে কেজিতে ৩৬ টাকায় নেয়া আলু, দ্বিগুন দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
একসময়ের অভাবি জনপদ নীলফামারির কিশোরগঞ্জ। কিন্তু এখানে এখন মাটি খুড়লেই খুজে যেন সোনা ফলে। আগাম জাতের আলুকে কৃষকরা দেখছেন টাকা হিসেবেই।
অলস ভাদ্রের মঙ্গাতারানি ধান কাটার পর কৃষক ঝোঁকে আলু চাষে। মাত্র ৫০ দিনেই ঘরে তোলা যায় গ্রানুলা ও স্বাগিতা জাতের আলু। আগাম জাতের এই সবজির যেমন কদর রয়েছে, তেমনি দামও মিলছে বেশ।