অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। নিউজিল্যান্ডে গ্রুপ-পর্বের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে তারা।
বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। পরে ওভার কমিয়ে ২০ ওভারের খেলার সিদ্ধান্ত হয়।
টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নামিবিয়া।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক সাইফ হাসান উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে নিয়ে ৯৭ রানের বড় স্কোর গড়ে। দলীয় ১৩০ রানের মাথায় সাজঘরে ফিরেন নাঈম। এর আগে ৬০ রানের চোখ ধাঁধানো একটি এইনিংস খেলেন।
এরপর আফিফ হোসেন এসে সাইফের সাথে বেশিদুর যেতে পারেননি। ১১ রানেই পিরে যান তিনি। তবে ক্রিজে টিকে ছিলেন অধিনায়ক সাইফ। ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ১৯.৬ ওভারে মাঠ ছাড়েন।
এরপর লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি নামিবিয়া। বাংলাদেশের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারিয়ে ১০৩ রানে থামে। ৮৭ রানে প্রথম জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন কাজী অনিক ও হাসান মাহমুদ। একটি তৌহিদ হৃদয়।