Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

খুলনা সিটি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন নং- ৫ এ কাউন্সিলর পদপ্রার্থী ‘ মিসেস মনি’ সাক্ষাতকার

আসান্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন – ২০১৮তে সংরক্ষিত মহিলা আসন নং- ( ,১৪ও১৫নং ওয়ার্ড) এর মহিলা কাউন্সিলর পদ প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও জনগণের সমর্থিত তরুণ নেত্রীমিসেস মনি “একান্ত এক সাক্ষাত কারে বলেন – জনগণ এখন শিক্ষিত তারা বিভিন্ন পোষ্টার, রং- বেরং এর প্যানা ও মিথ্যা প্রতিশ্রুতি শুনেবা দেখে ভোট দিবেনা, তারা সত্যিকারের সৎযোগ্যতা সম্পূর্ণদক্ষ প্রার্থীকে কাউন্সিলর হিসেবে বেছেনেবেন। তিনি আরো বলেন কাউন্সিলর প্রার্থী গন অবৈধ ক্ষমতা ও অর্থের বলে যেন ভোটাধিকারে বিঘ্ন ঘটাতে না পারেন তার জন্য আইনের কর্মকর্তাদের দৃঢ়তর সাথে কাজ করার অনুরোধ জানান । মিসেস মনি ব্যক্তি হিসেবে শুধু গৃহিণীনন তিনি খুলনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন- সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্বের পাশাপাশি রায়ের মহল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহ-  সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার, নারী উন্নয়নের পথিকৃৎ হিসেবে কাজ করছেন, বর্তমানে প্রতিটি ওয়ার্ডে বাল্যবিবাহ

ও বিবাহ বিচ্ছেদ বেড়েই চলেছে! মিসেস মনি মেয়েদের বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ করছেন ও নির্মূলের চেষ্টা করছেন। তিনি ছেলে ও মেয়ে উভয়কে ইভ-টিজিং এর মতো খারাপ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দলগত ভাবে দিয়ে থাকেন। তার কারনে আজ অসংখ্য মেয়ে নির্ভয়ে রাস্তা ঘাটে চলাচল করে। মিসেস মনি ও তার জীবন সঙ্গী শেখ আব্দুর রহিম সোহেল কে নিয়ে বিভিন্ন সময় গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়ে থাকেন বলে জানান এলাকা বাসি। তিনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, নিজ বাবার মতো-দেশ ও জাতি গঠনে, নিপীড়িত ও নির্যাতিত এবং অসহায় গরিব মানুষ সহ সকল মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার এবং প্রতিশ্রুতি দেন। যদি সুষ্ঠ ভাবে নির্বাচন হয়, তবে জনগণের কল্যাণে কাজ করার জন্য আমাকে অংশীদার করবেই। তিনি দলবল নির্ভিশেষে জনগণের কল্যাণে আধুনিক ও আদর্শ ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে চান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top