চট্টগ্রামের লরির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কালাম (৫০)। তিনি ওই ডিপোর ফোরম্যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। চট্টগ্রামে তিনি পরিবার নিয়ে থাকতেন ভাটিয়ারি এলাকায়।
পুলিশ জানায়, ভোরে ডিপোতে কাজ করার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কালাম। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share!