পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে দুর্ধর্ষ সন্ত্রাসী রাসেল খান (৩২) খুন হয়েছেন। তিনি কাঠালীয়া উপজেলার বলতলা গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে।
খুনের ঘটনা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ওসি মো: শাহাব উদ্দীন জানান, বুধবার দিবাগত রাত ৯টার দিকে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙ্গা গ্রামে আব্দুল জলিল হাওলাদারের বাড়ির সামনের ইটের রাস্তায় রাসেল খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় আনা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের (ভান্ডারিয়া উপজেলা সীমান্তে) বাসিন্দা মৃত আব্দুল বারেক খানের ৩ ছেলে, তারা সবাই স্থানীয় দুর্ধর্ষ সন্ত্রাসী। নিহত রাসেল খানের নামে কাঠালীয়া থানায় খুন, দস্যুতা ও ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।
খুনের সাথে জড়িত সন্দেহে ঘটনার পর মাটিভাঙ্গা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে লিটন হাওলাদারকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
ওই এলাকার একটি সূত্র জানিয়েছে মাদকদ্রব্য বেচা কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষরা রাসেলকে খুন করেছে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে মাদকদ্রব্য কেনাবেচাকে কেন্দ্র করে গৌরিপুরের পৈকখালীতে এক মাদক ব্যবসায়ী খুন হয়।