সাভারের হেমায়েতপুরে সিঙ্গাইর রোডে নাজিম নগর এলাকায় ডেকো এক্সেসোসরিজ নামের একটি গার্মেন্ট কারখানায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।বুধবার সকাল ৬টায় কারখানার ৫ তলা ভবনের তিন তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরে নাজিম নগর এলাকার ডেকো এক্সেসোসরিজ কারখানার ৫ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। এ সময় ওই ফ্লোরে নাইট শিফ্ট এর ৪০ জন শ্রমিক কাজ করছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪০ জন শ্রমিক নিরাপদে নেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় আশপাশের কয়েকটি কারখানা বন্ধ করে শ্রমিকদের ১ দিনের ছুটি ঘোষণা করা হয়।সাভার ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিন তলায় রাখা গার্মেন্ট পণ্যে আগুন লাগলে তা ভয়াবহ রূপ ধারন করে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সাভার ও ঢাকার ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের তিন তলায় আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসকে হিমসিম খেতে হয়। সাভার মডেল থানা পুলিশ নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখে।খবর পেয়ে কারখানার মালিক কিরন আহমেদ ও অন্যন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।সাভার ফায়ার স্টেশনের সিনিয়ার অফিসার শাহাজুর রহমান জানান, প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় ৫ কোটি টাকার মালামল উদ্ধারসহ রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে কি কারণে আগুন লাগে তা তদন্ত করে জানানো হবে। এ ঘটনার পর কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভারে পোশাক কারখানায় আগুন
Share!