এদিকে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাবি করেছেন, শীত বস্ত্রের অভাবে এ পর্যন্ত কেউ মারা যায়নি। চলমান শৈত্য প্রবাহ ও মানবিক সহায়তা নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী জানান, তীব্র শীতপ্রবন বিশটি জেলায় ২৮ লাখ ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য সরবরাহ করা হয়েছে ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার।
এছাড়া সরকারের বরাদ্দ কম্বল এবং শুকনো খাবার সুষ্ঠুভাবে বরাদ্দের জন্য ২০ জেলায় ২০ জন কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে। চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শুকনো খাবার পাঠিয়ে সেগুলো বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়, অধিদফতর এবং জেলায়-জেলায় কন্ট্রোল রুম খোলার কথাও জানান মন্ত্রী।