দেশে টানা কয়েকদিনের শৈত্য প্রবাহের পর তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে।তা অব্যাহত থাকলে তিন-চারদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আর তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে হয়েছে ৫ দশমিক ২।
সোমবার দেশের ৫০ বছরের ইতিহাসে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৬। এদিকে, রাজধানী ঢাকায়ও গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে।
Share!