শীতকালে বাজারে গেলেই দেখা যায় বিভিন্ন রকমের সবজি। তবে শীতকালনী সবজীর মধ্যে ফুলকপির নাম আসে সবার আগে। আর তাই ফুলকপিকে অনেকে ‘শীত সুন্দরী’ নামেও ডাকতে ভালোবাসেন। তবে এর কিছু গুনাগুণ রহস্য আছে যা জানলে যে কেউ চমকে যাবেন। জেনে নিন স্বাদের পাশাপাশি ফুলকপির দারুণ সব গুণ।
Share!