দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম এ অধিবেশন আজ রোববার বিকেল ৪টায় শুরু হবে। এ অধিবেশন কতদিন চলবে তা আজ অধিবেশন শুরুর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদের এ অধিবেশন হচ্ছে চলতি ২০১৮ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। এরই মধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক-নির্দেশনা দেবেন।
রাষ্ট্রপতির এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ী এ অধিবেশনে দীর্ঘ আলোচনা হবে। এ হিসেবে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন দীর্ঘস্থায়ী হবে।
এছাড়াও এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
আজ বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। এ বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, জাপার হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, চীফ হুইপ আসম ফিরোজসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।