রাজধানীর ফার্মগেট এলাকায় রাইদা পরিবহন নামে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই বাসে থাকা ৮ যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই আশঙ্কামুক্ত। অধিকাংশেরই হাত ও মুখে সামান্য ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সকাল ১১টার দিকে আলরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মাজারুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছু যুবক শাহবাগে ছাত্রলীগের প্রতিষ্ঠাকবার্ষিকীর র্যালিতে যাচ্ছিলো। বাসটি ফার্মগেট আলরাজী হাসপাতালের সামলে এলে এ দুর্ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে সাতজনের ১ থেকে ২ শতাংশ পুড়েছে, কারও হাত, কারও মুখ। পোড়া সামান্য।