আজ শক্তিমান অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। দিনটিতে মন তেমন ভালো নেই মিশার। তারপরও পরিবারের সঙ্গে তাঁর আনন্দেই কাটবে, এমনটাই জানান মিশা।
কেন মন খারাপ—জানতে চাইলে মিশা সওদার বলেন, ‘আজ আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল। অথচ কিছুই করতে পারিনি জীবনে। অনেকেই বলেন, আমি শক্তিমান অভিনেতা। কিসের শক্তি, যা দিয়ে আমি আমার দেশের চলচ্চিত্র রক্ষা করতে পারছি না। একজন প্রযোজক এসে তাঁর টাকা লগ্নি করছেন, তাঁর কতটুকু ফেরত পাচ্ছেন তিনি? একটা গোষ্ঠীর কাছে চলচ্চিত্র জিম্মি হয়ে আছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। তবে আমি বিশ্বাস করি, এই দেশের মানুষ সব সময় অন্যায় তাড়িয়ে সত্যকে জায়গা করে দিয়েছে। আমাদের চলচ্চিত্রও আলোর মুখ দেখবে বলে আমি আশা করি।’
কিছুদিন আগে চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে, মিশা কি সত্যিই আর অভিনয় করবেন না? এ বিষয়ে জানতে চাইলে মিশা বলেন, ‘আমি কখনই বলিনি যে আমি অভিনয় করব না। আমি বলেছি, এখন আর আগের মতো ঢালাও কাজ করব না। গল্প ও প্রজেক্ট পছন্দ হলে আমি অবশ্যই ছবিতে কাজ করব। মনে রাখতে হবে, দেশের চলচ্চিত্র বাঁচাতে হলে অবশ্যই ভালো ছবি উপহার দিতে হবে।’
জন্মদিন কীভাবে কাটবে—জানতে চাইলে মিশা বলেন, ‘আমি আসলে এমন দিনগুলো পরিবারের সঙ্গে কাটতে ভালোবাসি। আমার পরিবারও সময়গুলো উপভোগ করে।
অবশ্য আজ দিনটা শুরু হয়েছে এনটিভি এবং চ্যানেল আইতে। সকাল থেকে এ দুই জায়গায় সময় দিয়েছি। বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটবে। তবে ঘরে বসেই অনলাইনে সবার সঙ্গে যোগাযোগ করব।’