কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় আটজন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। পরে বেগম জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম জয়নব বেগম এ আদেশ দেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এসময় নিহত হন ৮ জন, দগ্ধ হন আরো ২০ জন।
এঘটনার পর চৌদ্দগ্রাম থানার ওসি নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় বেগম জিয়াসহ ৬ শীর্ষ নেতাকে হুকুমের আসামি করা হয়। তদন্ত শেষে ৭৭ জন আসামির মধ্যে ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয় তদন্তকারী কর্মকর্তা। মারা যান আরো ৩ জন।
আজ সকালে তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ ৬৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে, বেগম জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসময় আদালতে উপস্থিত ২০ জনকে জামিন দেয়া হয়।