সংলাপের কথা ভুলে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে রাজধানীর সাতরাস্তায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে সংসদ সদস্যদের মাঝে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগেরই জয় হবে ।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার থাকবে শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের কোন কাজ থাকবে না। সংলাপের বিষয় ভুলে যান। নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে আমরা মেনে নেবো।’