নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়ার উপস্থিতিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অনুমতি না দেয়া গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ জানুয়ারি বিএনপির অনুষ্ঠান করতে রাষ্ট্রপতির যে বিশেষ নিরাপত্তাবাহীনি আছে অথাৎ এসএসএফ তারা আপত্তি জানিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে রাষ্টপতির নাকি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে কোনো অনুষ্ঠান আছে।’
ফখরুল, ‘এভাবে আমাদের অনুষ্ঠানে বন্ধ করার বাধা, এটা অত্যন্ত ভাবে পরিষ্কার যে গণতান্ত্রিক যে অধিকারগুলোকে খর্ব করার সামিল বলে আমরা মনে করি।’